ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
গাইবান্ধা প্রতিনিধি

তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় গাইবান্ধায় সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ এক খুদে বার্তায় এই ছুটির ঘোষণা দেন। 

খুদে বার্তায় বলা হয়, গাইবান্ধা জেলায় আজকের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার কম হওয়ায় নির্দেশক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করা হলো।  

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে হওয়ায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে বলে জানান তিনি।

সোমবার গাইবান্ধা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস।

এদিকে তীব্র শীতে অসহায় হয়ে পড়েছে মানুষ। হিমেল হাওয়ার কারণে সকাল ১০টা পর্যন্ত শহরে তেমন লোকজন চোখে পড়েনি। লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেনা। কর্মজীবী ও দিনমজুররা পড়েছেন বিপাকে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর