ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

ছেলের পিতৃপরিচয়ের দাবিতে আদালতে মামলা হতদরিদ্র নারীর
বাগেরহাট প্রতিনিধি

বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের (৯) পিতৃপরিচয় সনাক্তের দাবিতে নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলা দায়ের করেছেন মানুষিক ভারসাম্যহীন হতদরিদ্র এক নারী। সোমবার দুপুরে বাগেরহাট জেলা লিগাল এইডের মাধ্যমে জেলার মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের সরোয়ার শেখের নামে মামলা দায়ের করেন তিনি। আদালতের বিচারক মো. মঈন উদ্দিন মামলাটি গ্রহণ করে আসামি সরোয়ার শেখের নামে সমন জারি করেন।

বাগেরহাট জেলা লিগাল এইডের আইনজীবী জাহিদুল ইসলাম বাবুল এ তথ্য নিশ্চিত করে জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের সরোয়ার শেখ ২০১৩ সালের সেপ্টেম্বর মানুষিক ভারসাম্যহীস ওই নারীকে ধর্ষণ করলে সে গর্ভবতী হয়ে পড়ে। এই অবস্থায় মেয়েটি ২০১৪ সালে একটি ছেলে সন্তান জন্ম দিলে সরোয়ার সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায়। তখন দৈবজ্ঞহাটি ইউপি চেয়ারম্যানের সালিশ বৈঠকে সন্তানের পিতৃপরিচয় ও ভরনপোষন দিতে রাজি হয়ে এলাকা থেকে পালিয়ে যায় সরোয়ার। সরোয়ার এলাকার প্রভাবশালী হওয়ায় সন্তানের পিতৃপরিচয় দিতে রাজি হয় না। এই অবস্থায় ওই নারী সোমবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যতন দমন ট্রাইব্যুনাল- ২ আদালতে জেলা লিগাল এইডের মাধ্যমে সরোয়ার শেখের নামে মামলা দায়ের করেন। মামলায় ডিএনএ টেস্টের মাধ্যমে বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের পিতৃপরিচয় সনাক্তের দাবি করা হয়। আদালতের বিচারক মো. মঈন উদ্দিন মামলাটি গ্রহণ করে আসামি সরোয়ার শেখের নামে সমন জারি করেন। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর