ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে ৪১০ পৃষ্ঠাবিশিষ্ট স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে কলেজ প্রাঙ্গণে এই মোড়ক উন্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুর রাজ্জাক, টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমান ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. বেলাল হোসেনসহ প্রমুখ।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ১৯৬৩ সালে কলেজটি স্থাপিত হলেও এ পর্যন্ত কলেজের স্মারকগ্রন্থ প্রণীত হয়নি। বর্তমান অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানের চেষ্টায় সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ৪১০ পৃষ্ঠাবিশিষ্ঠ সার্বিক স্মারকগ্রন্থ প্রণীত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে সুশীল সমাজ, কলেজের সাবেক এবং বর্তমান শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীদের সমন্বয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর