ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আশ্রয়ণ প্রকল্পের বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত উঠান বৈঠক
নিজস্ব প্রতিবেদক,বগুড়া

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বগুড়ার কাহালুর ভালতা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের নিয়ে বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুরইল ইউপি চেয়ারম্যান মাওলানা মো.আব্দুল জলিল, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মাহবুব হাসান চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নুর-নবী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইফতেখার রাসুল সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার মাকছুদার রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ রানা প্রমুখ।

উঠান বৈঠক শেষে ভালতা আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে রোগ প্রতিরোধক খাদ্য, তাপ ও শক্তিদায়ক খাদ্য, শরীর বৃদ্ধি ও ক্ষয়পূরণ খাদ্য লেখা ও ছবি সম্বলিত ১টি প্লেট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা. মেরিনা আফরোজ। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর