ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হানাহানি বন্ধ করে প্রেমময় বিশ্ব গড়ে তুলব : হুইপ ইকবালুর রহিম
দিনাজপুর প্রতিনিধি
বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (বামে)

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘আমরা সৎভাবে জীবনযাপন করব। সৎসঙ্গ লাভের মধ্য দিয়ে সৎপথে পরিচালিত হওয়ার চেষ্টা করব। আমাদের মধ্যে প্রেম জাগ্রত করে, পৃথিবীতে হানাহানি বন্ধ করে, প্রেমময় বিশ্ব গড়ে তুলব। সমাজের হিংসা বিদ্বেষ দূর করবো। সৎ কর্মের মধ্য দিয়ে আমরা মৃত্যুর পরও মানুষের মধ্যে বেঁচে থাকব।’

শুক্রবার সাধারণ এক ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬তম জন্মবার্ষিকীর মহোৎসব উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সৎসঙ্গ বিহার মন্দির পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ধরনী কুমার রায়ের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, সাধারণ সম্পাদক রতন সিং, সহ-প্রতিঋত্বিক শ্রী ভবদীশ ব্যানাজী, সহ-প্রতিঋত্বিক শ্রী ক্ষিতিশ চন্দ্র শীল প্রমুখ।

আলোচক ছিলেন সহ-প্রতিঋত্বিক খুলনার অজয় সরকার, সহ-প্রতিঋত্বিক গাইবান্ধার নিমাই চন্দ্র বর্মন। আলোচ্য বিষয় ছিল ‘পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী’।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর