ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

হাবিপ্রবিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তৃতীয় ধাপে “পাইথন বেসিকস (মডিউল-১) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আইকিউএসি কনফারেন্স রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)এর আয়োজনে বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দের (রেজিস্ট্রেশনকৃত) জন্য তৃতীয় ধাপে “পাইথন বেসিকস (মডিউল-১) ফর দ্যা টিচার্স অব এইসএসটিইউ” শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান। টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রফেসর ড. আব্দল্লাহ আল মামুন ও সহকারী অধ্যাপক মোঃ সোহরাওয়ার্দী। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর