ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বেগমগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌমুহনীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত এ অভিযান পরিচালনা করেন।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। বিএসটিআই’র অনুমোদন ছাড়া মোড়কজাত করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন বিক্রি করার অপরাধে লুলু ফুডকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বিএসটিআই কুমিল্লা অঞ্চলের পরিদর্শক (মেট্রোলজি) মো. লুৎফুর রহমান বলেন, বাইরে পরিষ্কার থাকলেও কারখানাটির ভেতরের অবস্থা ভয়াবহ। খুবই নোংরা পরিবেশে জন্মদিনের কেকসহ বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এতে করে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হচ্ছে। যদি তারা দ্রুত সংশোধন না হয়, তাহলে পরবর্তী সময়ে অভিযান পরিচালনার মাধ্যমে কারখানা সিলগালা করে দেওয়া হবে।

অভিযান পরিচালনায় বিএসটিআই ও বেগমগঞ্জ মডেল থানার পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর