ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পীরগঞ্জ প্রেসক্লাবের পাঠাগারে স্পিকারের বই উপহার
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে প্রয়াত দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার নামকরণে নির্মিত পাঠাগারে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বই উপহার দিয়েছেন।

শুক্রবার রাত ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল ও সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলনের হাতে ১০০টি বইয়ের প্যাকেট ও তালিকা তুলে দেন তিনি।

এ সময় স্পিকার জানান, তার বিভিন্ন সময়ে সংগৃহীত ব্যক্তিগত লাইব্রেরিতে জমাকৃত ১০০টি বই প্রেসক্লাবের পাঠাগারে উপহার দিলেন। প্রেসক্লাবের পাঠাগার সবার জন্য উন্মুক্ত করতে এবং আধুনিকীকরণে আরও বই এবং প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর