ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি
প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

যথাযোগ্য মর্যাদায় গাজীপুরের কালীগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কালীগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) উখিং মে, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। 

এছাড়া বুধবার সকালে শহীদ মিনার প্রাঙ্গণে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর