ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় শহরের কলোনি প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশ নেয় ৫৭ জন শিক্ষার্থী। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অমর একুশে ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন চিত্র অঙ্কন করে শিক্ষার্থীরা।   

পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাশবন ড্রইং সেন্টারের পরিচালক তরিকুল ইসলাম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মো. আব্দুল হাই কাল্টু। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক মো. আবু মুছা সরকার।

নাছিমা আক্তার নীলার উপস্থাপনায় এ সময় আরও উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের ম্যানেজার রেজাউল কাফি, আনোয়ার হোসেন পলাশ, মো. সোহেল রানা, শাওন, শামন, তানিম, নাছির, আনোয়ারা বেগম গিনি, সইটি হাদি, সোহেলী নূর, মনোয়ারা বেগম প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হাই কাল্টু বলেন, শিশুদের মেধা বিকাশে বেশি বেশি করে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা দরকার।

বিডিপ্রতিদিন/কবিরুল

 



এই পাতার আরো খবর