ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তালতলীতে পরিবেশ সচেতনতায় শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি
বরগুনা প্রতিনিধি

‘জলবায়ু দূষণ রোধ ও জীবাশ্ম জ্বালানি বন্ধে’ বরগুনার তালতলীতে শিক্ষার্থীদের এক সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১ মার্চ) সকাল ১০ টার দিকে তালতালী সাইক্লিং ক্লাবের আয়োজনে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সহযোগিতায় এ র‍্যালির আয়োজন করা হয়।

সাইকেল র‌্যালিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে গিয়ে মিলিত হয়।

এ সময় তারা সচেতনতামূলক প্ল্যাকার্ড ঝুলিয়ে সড়কে সাইকেল র‌্যালি ও সতর্ক হুইসেল বাজিয়ে পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ে পথচারীদের সচেতন করেন।

সাইকেল র‍্যালির আগে তালতলী উপজেলা পরিষদ চত্বরে জীবাশ্ম জ্বালানি বন্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর