বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোলপ্লাজায় একটি বাসে অভিযান চালিয়ে সোয়া ৫ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র্যাব-৮। এ সময় মাদক পরিবহনের দায়ে ওই বাসটিও আটক করে তারা। শনিবার সকাল সোয়া ৬টার দিকে এই অভিযান চালায় র্যাব-৮। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এই তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, ঢাকা থেকে বরিশালগামী একটি বাসে বিপুল পরিমান মাদক পাঁচারের গোপন সংবাদ পান তারা। এরপর র্যাবের একটি দল ইচলাদী টোলপ্লাজায় চেকপোস্ট স্থাপন করে। ওই বাসটি থামার সংকেত দিলে বাসটি থামামাত্র ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেস্টা করে। এ সময় তাদের আটক করে র্যাব। এরা হলো চট্টগ্রামের মৌলভীপুকুর এলাকার মো. রিপন পেদা (৩৭) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেওয়ারীপুর এলাকার মো. মিলনকে (৩৫) আটক করা হয়। তারা ওই বাসের চালক ও হেলপার।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বাস তল্লাশী করে সোয়া ৫ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব-৮। মাদক পরিবহনের অভিযোগে বাসটিও জব্দ করে তারা।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের উজিরপুর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/এএম