ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাজবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বাগদুলি বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

তিনি বলেন, বাগদুলি বাজারের মাসুদ রানা স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ৭ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে জয়গুরু মিষ্টান্ন ভান্ডারে পাঁচ হাজার টাকা ও মেসার্স অঞ্জলী ফার্মেসী প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি ও সরবরাহ না করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩, ৪৫ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমনা আদার করা হয়েছে। অভিযানে পাংশা উপজেলা প্রশাসন, জেলা স্যানেটারি ইন্সেপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর