ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‌‘শীর্ষে থাকা বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠতার এক অনন্য উদাহরণ’
নেত্রকোনা প্রতিনিধি

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটির ১৫ বছর প্রদার্পণ উপলক্ষে রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এসময় বক্তারা বলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি বস্তুনিষ্ঠতার অনন্য উদাহরণ।

জেলা প্রতিনিধি আলপনা বেগমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলার মুক্তিযোদ্ধা, প্রশাসনের উর্ধ্বতন কর্তাব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আলোচনা কেক কাটা ও গানে কবিতায় দিনব্যাপী আয়োজনে শিশু থেকে বৃদ্ধা সকল বয়সের পাঠক শুভাকাঙ্খিগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে আলোচনা সভায় প্রেসক্লাবের সাবেক সম্পাদক সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহে পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সদস্য সচিব এডভোকেট হাবিবুর রহমান, উদীচীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, টিটিসির অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা, নেত্রকোনা সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক চিত্রশিল্পী অধ্যাপক কামরুল হাসান, আবু আব্বাস ডিগ্রী কলেজের অধ্যাপক নাজমুল কবীর সরকার, মহিলা পরিষদের সভাপতি রেহেনা সিদ্দিকী, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবির সাজু, বঙ্গবন্ধু পরিষদের সম্পাদক আনোয়ার জহির লিটন, বাসসের সাংবাদিক এম ফখরুল হক, অবজারভারের সুজাদুল ইসলাম ফারাস, প্রথম আলোর পল্লব চক্রবতী, যুগান্তর পত্রিকার কামাল হোসাইন, কালবেলার হানিফ উল্লাহ আকাশ, মাইটিভির আনিসুর রহমান, কবি সোহরাব উদ্দিন আকন্দ, সংস্কৃতি ব্যক্তিত্ব নাইম সুলতানা লিবন, আওয়ামীলীগ নেত্রী পারভিন আক্তার, যুবলীগ নেত্রী সৈয়দা শামছুন্নাহার বিউটিসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। 

পরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানে আসা শিশুদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এছাড়াও অয়োজনে কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা পাঠ করেছেন আবৃত্তিশিল্পী নাঈম সুলতানা লিবন, গান পরিবেশন করেছেন পাঠশালা ব্যান্ডের জাকারিয়া রিজনসহ অনেকেই। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর