ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

জয়পুরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্ধারণে সভা অনুষ্ঠিত
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষ্যে পণ্যের দাম নির্ধারণে অলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে। 

সোমবার দুপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যবসায়ীর সাথে কৃষি বিপণন  সভায় যৌক্তিক পণ্যের দাম নির্ধারণ  হয়।

এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক  সবুর আলী,অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতি, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক রাহেলা পারভীন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, জয়পুরহাট পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভায় যৌক্তিক দ্রব্যমূল্য নির্ধারণের করা হয়। রমজানে বাজার মনিটরিং জোরদার ও প্রয়োজনে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

চেম্বার প্রতিনিধি, মুরগী ব্যবসায়ী, ডিম ব্যবসায়ী, মাংস ব্যবসায়ীকাঁচা বাজার ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর