ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাদেশ প্রতিদিন এখন দেশের প্রতিটা পরিবারের সদস্য: মির্জা আজম
জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম (এমপি) বলেছেন, ‘বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে, এখন বাংলাদেশ প্রতিদিনকে পত্রিকা না বলে দেশের প্রতিটা পরিবারের সদস্য বলতে হয়। কারণ এই পত্রিকাটি শুধুমাত্র অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান নয়, এমন কোনো বাসাবাড়ি নেই যেখানে গেলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পাওয়া যায় না। আর এ কারণেই প্রচার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখে দেশের প্রতিটা পরিবারের নিত্যসঙ্গী হয়ে ১৪ পেরিয়ে ১৫ বছরে পা দিয়েছে বাংলাদেশ প্রতিদিন।’

রবিবার রাতে জামালপুর জেলা প্রেসক্লাম মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছরে পর্দাপণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে মির্জা আজম এসব কথা বলেন।   মির্জা আজম আরো বলেন, ‘বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ দেশের গণমাধ্যমের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখে যাচ্ছেন। তাদের মালিকানাধীন ইস্ট-ওয়েস্ট মিডিয়া শুধু বাংলাদেশই নয়, ভারত-বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট-ওয়েস্ট মিডিয়ার অধীনে বাংলাদেশ প্রতিদিনসহ ৭টি মিডিয়া দেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। আর বাংলাদেশ প্রতিদিন প্রতিষ্ঠার পর দেশের প্রচার সংখ্যার শীর্ষস্থান ধরে রাখতে পারার মূল কারণ হচ্ছে পত্রিকাটির ব্যতিক্রম সংবাদ উপস্থাপন, সংবাদের নির্ভরযোগ্যতা। বিশেষ করে বর্তমান কর্মব্যস্ত সময়ে দীর্ঘ সংবাদ পড়ার মতো সময় পাঠকের হয়ে উঠে না, যে সংবাদটি অন্য পত্রিকা ৩০ লাইনে পাঠকের জন্য উপস্থাপন করে, ঠিক সেই সংবাদটিই বাংলাদেশ প্রতিদিন ১০ লাইনে পাঠকের জন্য পাঠযোগ্য করে উপস্থাপন করে বলেই পত্রিকাটি সবার কাছে এতো জনপ্রিয়।’

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিনের জামালপুর প্রতিনিধি শুভ্র মেহেদীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু, সচেতন নাগরিক কমিটি-জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, ভাষা সৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একেএম আশরাফুজ্জামান স্বাধীন, টিআইবির এরিয়া কো-অডিনেটর আরিফ হোসেন, সাংবাদিক এম.এ জলিল, মুকুল রানা, ফজলে এলাহী মাকাম, শাহ জামাল, তানভীর আহমেদ হীরা, তানভীর আজাদ মামুন, আসমাউল আসিফ, জুয়েল রানা।

আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপিসহ অতিথিরা কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূর্তি উদযাপন করেন।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর