ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

হাতে কলমের খোঁচায় সহপাঠী আহত, ভয়ে অসুস্থ ৩০ শিক্ষার্থী!
ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে। আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত অসুস্থ হয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে ভোলা সদর হাসপাতালে ভার্তি করা হয়। তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কারণে এরা অসুস্থ হয়ে পড়েছে। ভয়ের কিছু নেই।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা জানায়, বেলা ১১ টার দিকে ৮ম শ্রণির এক ছাত্রের হাতে কলমের খোচা খেয়ে রক্ত বের হয়। তা দেখে অন্যরা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অসুস্থ হয়ে পড়তে থাকে। পরে তাদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি নিয়ে আসা হয়। 

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের স্বজনরা জানান, কোন কোন শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে।

অসুস্থ হওয়া ছাত্ররা জানান, তাদের কারো মাথা ব্যথা করছে, কারো মাথা ঘোরাচ্ছে, কারো শরীরে জ্বালা করছে, কারো পিপাসা লাগছে, কারো বুকের মধ্যে কেমন করছে, কেউ অজ্ঞান হয়ে পড়েছে, আবার অনেকে বলতেও পারছেনা কেমন লাগছে, কেউ কেউ শুধু কান্না করছে।   অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীদের পরিদর্শন শেষে ভোলার সিভিল সার্জন৷ ডা: কে এম শফিকুজ্জামান জানান, এটা ভয়ের কিছু নয়। ওরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে। এটাকে মাস সাইকোলোজিক্যাল ইলনেস বলা হয়। তিনি আর জানান, হাসপাতালে আসার পর তাদেরকে নরমাল সেলাই দেওয়া হয়েছে। মানসিক শক্তি বৃদ্ধির জন্য কাউন্সিলিং করা হচ্ছে। বিকালের মধ্যে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে বলে আশা করছেন সিভিল সার্জন। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর