ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার অবস্থিত সকল মসজিদের ইমামের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে হাজী আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী বাড়িতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলমগীর কবিরের ব্যক্তিগত তহবিল হতে মসজিদের ইমামদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রহিম ব্যাপারী। কল্যাণ ট্রাস্টের পরিচালক মো. মোস্তফা কবিরের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, ওলামা পরিষদের সভাপতি মুফতি মো. জাকারিয়া, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমান, ফরিদ খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চরভদ্রাসন উপজেলার ৬টি ইউনিয়নের ২৫০টি মসজিদের ইমামদের ঈদ উপহার হিসেবে পঁচিশ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি পিঁয়াজ, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাইসহ বিভিন্ন উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ