ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদক কারাগারে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
গৌছ আলী ও লিলু মিয়া

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মী জামিন আবেদন করেন।

তবে অন্য সকলের জামিন মঞ্জুর হলেও তাদের দু’জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট খালেদ হোসেন।

দলীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশ্বনাথ থানা পুলিশ বাদী হয়ে মশাল মিছিল ও ফটকা ফুটানোর অভিযোগে উপজেলা বিএনপির ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। এ মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন আসামিরা। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সভাপতি-সম্পাদকসহ উপজেলা বিএনপির ২২ নেতাকর্মী।

শুনানি শেষে অন্যদের জামিন মঞ্জুর করলেও উপজেলা বিএনপির সভাপতি গৌছ খান ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর