ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরা সদর হাসপাতালে দুদকের অভিযান
মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর হাসপাতালে দুদকের অভিযান

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের স্টোর কিপারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের স্টোরে গিয়ে এ তদন্ত করা হয়।

এ বিষয়ে দুদকের তদন্ত দলের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান, তদন্ত চলছে। এ বিষয়ে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের প্রতিবেদন জমা দেব।

পরে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মহসিন উদ্দিন জানান, দুদকের একটি টিম সকালে এসে আমাকে জানান স্টোর কিপার গৌতম কুমারের বিরুদ্ধে ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধ না দিয়ে জোর করে ওয়ার্ড ইনচার্জকে দিয়ে রেজিস্টারে স্বাক্ষর করিয়ে নেন।

এ বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ নেই বলে আমি জানাই। পরে তারা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তদন্ত করছেন। এ বিষয়ে পরবর্তী সময়ে তাকে আর কিছু জানানো হয়নি বলে জানান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর