ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরি
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরি করায় মুন্সি হলুদ মিল নামের এক প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। রবিবার দুপুরে শহরের রাজাবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি অভিযান পরিচালনা করেন। এসময় ১০ বস্তা পশুর খাদ্য ও  পোকামাকড় যুক্ত ১৩ বস্তা শুকনা মরিচ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি জানান, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং করতে শহরের রাজাবাজারে অভিযান পরিচালনা করা হয়। মুন্সি হলুদ মিলে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মসলা তৈরি করতে দেখা যায়।

এ ছাড়াও গোখাদ্যে রং মিশিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরি করা হচ্ছিল। যা মানুষের স্বাস্থের জন্য ক্ষতিকর। প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। তবে অভিযান পরিচালনা করার সময় প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর