ঢাকা, সোমবার, ১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মারা গেল সোনিয়াও, পরিবারের ৬ সদস্যের কেউ বেঁচে নেই
অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ শিশু সোনিয়া আক্তারের (১০) মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে মৃত্যু হয় তার।

মা-বাবা ও তিন ভাই-বোনের পর সোনিয়াও মারা গেল। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়ার মামা আব্দুল আজিজ।

এর আগে, মঙ্গলবার ভোর ৫টায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলে সোনিয়ার বাবা ফয়জুর রহমান আবরা (বাকপ্রতিবন্ধী) (৫০), মা শিরি বেগম (৪৫), বোন ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ভাই সায়েম উদ্দিন (৭) মারা যায়।

সোনিয়ার মামা আব্দুল আজিজ জানান, গুরুতর আহত অবস্থায় সোনিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর