ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বাউফলে ৪২০ প্রান্তিক নারী চাষীর মাঝে পুষ্টি বাগান বীজ ও উপকরণ বিতরণ
বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে  ৪২০ জন প্রান্তিক নারী চাষীর মাঝে পুষ্টিবাগান তৈরির লক্ষ্যে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে । বুধবার  দুপুর  বারটায়  বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার অনিরুদ্ধ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন। 

উপকরণ সামগ্রী মধ্যে রয়েছে- বেগুন, ডাটা, ঢেরশ, করলা, ঝিঙা, লাই, রেখা, লাফা, শষা, লালশাক, পুঁইশাক, কলমিশাক বীজ, ৫ প্রকারের সার, ঝাঁঝরি, নেট ও বাগানের সাইনবোর্ড ইত্যাদি। 

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মল হোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট  (এসএসিপি) এর মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হয়।  এ সময় অন্যান্যের মধো উপস্থিত ছিলেন  উপজেলা উপসহকারী  কৃষিকর্মকর্তা মো. রেদোয়ান  তালুকদার ও প্রান্তিক নারী  কৃষকবৃন্দ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর