মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার উদ্যোগে শহরের ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এই দখলমুক্ত অভিযানের নেতৃত্ব দেন। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পৌর শহরের স্টেশন সড়ক, হবিগঞ্জ সড়ক, ভানুগাছ সড়ক, পোস্ট অফিস সড়ক ও চৌমুহনা এলাকায় এ অভিযান করা হয়। বেশ কিছুদিন ধরেই ভাসমান ব্যবসায়ী এসব সড়ক দখল করে রাখে।
এ ছাড়া এলোপাতাড়ি গাড়ি, মোটরসাইকেল, টমটম, সিএনজিচালিত অটোরিকশা রেখে শহরে যানজট সৃষ্টি করা হচ্ছে। পায়ে চলার ফুটপাতেও ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল রেখে দেন। এতে ভোগান্তিতে পড়েন মানুষজন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, পৌর মেয়র চান এই শহর সবসময় সুন্দর থাকুক। তাই যানজটের পাশাপাশি শহরের পরিচ্ছন্নতার বিষয়ে আমরা গুরুত্ব দিয়ে থাকি। ঈদের কেনাকাটায় শহরে মানুষের উপস্থিতি বাড়ছে। তাই মানুষজন যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে, সেজন্য আমরা অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এমআই