ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে প্রবাসী হত্যা মামলায় দুই আসামির রিমান্ড
শেরপুর প্রতিনিধি
প্রতীকী ছবি

শেরপুরে আলোচিত আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন (৪৮) হত্যা মামলায় দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাসান ভূইয়ার আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন-সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (৪৫) ও মোবারক মোস্তাক (৩২)।

এদিকে, গত তিন দিন আগে লাশ ময়নাতদন্ত শেষে হাসপতালের হিম ঘরে রাখা হয়েছে। জীবনের প্রথম স্ত্রী আমেরিকা থেকে আসলে জীবনের লাশ দাফন হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

পুলিশ বলছে, আজ বিকালের দিকে প্রথম স্ত্রী ঢাকায় এসেছেন। প্রথম স্ত্রী শেরপুর পৌঁছালেই রাতেই হয়তো লাশ মর্গে থেকে নিয়ে দাফনের ব্যবস্থা করা হবে। পিতা ছায়েদুর রহমান মাস্টার, মাতা ও বাংলাদেশে থাকা একমাত্র বোন কেউ জীবনের লাশ এখনো দেখতে আসেনি।

গত ৩০ মার্চ পারিবারিক বিরোধের জের ধরে জীবন খুন হলে পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে হত্যার কারণ ও হত্যাকারীদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ (৪৫), একই   ইউনিয়নের ডাকপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে মোবারক মোস্তাক (৩২), মো. আফিল উদ্দিনের ছেলে মো. রকিব হোসেন জিহাদ (২০), হযরত আলীর ছেলে মো. কালু মিয়া (২৫) শহরের পূর্ব শেরী এলাকায় ভাড়ায় বসবাসকারী ফারুক আহাম্মেদের স্ত্রী রুপা বেগম (২৮), কান্দা শেরীচর এলাকার ফারুক হোসেনের স্ত্রী মনোয়ারা বেগম (৪০)। মামলায় মোট অভিযুক্ত নয়জন।

অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. খোরশেদ আলম জানান, চাঞ্চল্যকর এই মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। রিমান্ডে দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে আশা করছি। এতে তদন্ত কাজে অগ্রগতি হতে পারে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর