ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ট্রলারের ইঞ্জিন বিকল, চার দিন সমুদ্রে ভেসে থাকা ১৩ জেলেকে উদ্ধার
অনলাইন ডেস্ক

সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে সমুদ্রে ভাসছিলেন ১৩ জেলে। এরপর তাদের উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ মার্চ এফ ভি “শিফা”নামক একটি ফিশিং ট্রলার চট্টগ্রাম জেলার বাঁশখালী এলাকা হতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায়। গত ২৯ মার্চ ২০২৪ তারিখ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ট্রলারটি মোবাইল নেটওয়ার্ক এর আওয়াতায় আসলে ৯৯৯ এ মাধ্যমে কোস্ট গার্ডের নিকট সহায়তা চায়। নিয়মিত টহলে নিয়োজিত থাকা কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ উদ্ধার অভিযান পরিচালনা করে। কুতুবদিয়া বাতিঘর থেকে আনুমানিক ০৯ নটিক্যাল মাইল গভীরে সমুদ্র থেকে ভাসমান ফিশিং ট্রলারসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে বোটসহ চট্রগ্রামের আনোয়ারা উপকূলে মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর