ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

পুলিশের অভিযানে বন্ধ হলো জাটকা বিক্রি
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারে জাটকা বিক্রি বন্ধ হয়েছে। বুধবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মাছের আড়তে অভিযান চালিয়ে ৩শ কেজি জাটকা জব্দ করা হয়। 

জানা গেছে, ইলিশ মাছের সাথে গোপনে জাটকা বিক্রি করে আসছিলো দিঘিরপাড় বাজারের কিছু অসাধু মাছ বিক্রেতা। পরে বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরাঞ্চলের চরআব্দুল্লাহপুর নৌ ফাঁড়ি ইনচার্জ মোঃ হাসনাত জামান ও  এসআই মো: মুজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করেন এবং বিভিন্ন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে ৩শ কেজি জাটকা জব্দ করে৷ পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ফাঁড়ির ইনচার্জ মোঃ হাসনাত জামান বলেন, দিঘিরপাড় বাজারে ইলিশের সাথে কৌশলে জাটকা মাছ বিক্রি হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বাজারে অভিযান পরিচালনা করে ৩শ কেজি জাটকা জব্দ করা হয়েছে। তবে জাটকা বিক্রেতারা পালিয়ে যায়। তবে জাটকা সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর