ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক টানে ধরা পড়েছে ১৩০ মণ ইলিশ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

হঠাৎ করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ মাছ। ঈদের আগ মুহূর্তে জালে ইলিশ ধরা পড়ায় খুশি জেলেরা। সূর্য মাঝি নামের এক জেলের জালে ধরা পড়ছে ১৩০ মণ ইলিশ।

আজ শনিবার সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। জাল বোঝাই ইলিশের কারণে জালের একাংশ কেটে দিতে হয়েছে। এসব ইলিশের দাম ৪০ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন জেলেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ জন জেলেসহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার বুধবার আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে তাদের জালে এসব মাছ ধরা পড়ে। তবে দীর্ঘ দিন সাগরে নোনার (জেলিফিশ) চাপ থাকায় মাছ শিকার করতে পারেননি। বর্তমানে গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। 

জেলে সূর্য মাঝি বলেন, এক টানেই ধরা পড়ে এসব মাছ। তাদের জালে এর আগে কখনো এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি বলে তিনি জানান। 

আলীপুর মৎস্য বন্দরের ধুলাসার ফিসের ম্যানেজার আকাশ শীল বলেন, ইউসুফ কোম্পানির গদিতে শুক্রবার রাত থেকে ইলিশ কেনা শুরু হয়েছে। একদিনে তারা ২৫ লাখ টাকার ইলিশ ক্রয় করেছে। শনিবারও ইলিশ কিনেছে। তবে কত টাকার কিনছেন তা তিনি বলতে পারেননি।

সিনিয়র উপজলো মৎস্য র্কমকর্তা অপু সাহা জানান, বৃষ্টি হলে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর