ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরগুনায় ২০০ কেজি হরিণের মাংসসহ আটক ৩
বরগুনা প্রতিনিধি
হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা

বরগুনায় সুন্দরবন থেকে চোরাই পথে শিকার করে জবাই করা তিনটি হরিণের মাথা ও ২০০ কেজি হরিণের মাংসসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার পাথরঘাটায় কোস্টগার্ড ক্যাম্পের বিষখালী নদীতে বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়। 

মাংস ও হরিণের মাথাসহ আটক ব্যক্তিদের পাথরঘাটা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পাথরঘাটা মিডিয়া সেল প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ্জামানের নেতৃত্বে বিষখালী নদীর পাথরঘাটার হরিণঘাটা এলাকায় ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি করে তিনটি হরিণের মাথা, ২০০ কেজি হরিণের মাংসসহ ৩ হরিণ শিকারিকে আটক করা হয়।

উদ্ধারকৃত হরিণের মাংস ও মাথা বন বিভাগে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে মাংস ও হরিণের মাথা মাঠি চাপা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর