ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত বছর ২০২৩ সালের ২৬ এপ্রিল বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো। 

বগুড়া আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে মাঝারি দাবদাহ বলা হয়। আর ৪০ থেকে উপরের তাপমাত্রা বয়ে গেলে তাকে তীব্র দাবদাহ বলা হয়। সে হিসেবে বগুড়াসহ জেলার বিভিন্ন অঞ্চলে এখন মাঝারি দাবদাহ চলছে। 

এ জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা কম। শনিবার বেলা ৩টায় জেলায় সর্বোচ্চ ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ।   

তিনি আরও জানান, পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা এ মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ফলে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা একদমই কম দেখা যাচ্ছে। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর