ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গোপালগঞ্জে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য ৩০ দিনব্যাপী মেয়াদি 'বুনিয়াদি প্রশিক্ষণ' কোর্স শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কোর্সের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট। ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটের উপ-পরিচালক ড. খ ম কবিরুল ইসলাম, গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খায়রুল আলম ও গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমান।  গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক তালুকদার। প্রশিক্ষণ কোর্সে গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অংশ নিয়েছেন। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর