ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে র‌্যাব-১২ এর অভিযানে ১৯০ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার ভোরে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতুর দোকানের সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি বাস, ৩টি মোবাইল ফোন ও নগত টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইগাসারি গ্রামের মৃত সালাম শিকদারের ছেলে মো: ফারুক। নাটোর জেলার লালপুর থানার বৈদ্যনাথপুর মন্ডল পাড়া গ্রামের ছফের মন্ডলের ছেলে মো: মারুফ মন্ডল ও কুরিগ্রাম সদর জেলার মধুরমোড় ডাকবাংলো পাড়া গ্রামের শ্রী শ্যামল বৈরাগীর ছেলে শ্রী সঞ্জিত বৈরাগী। 

র‌্যাব-১২ মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো: ওসমান গনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাসযোগে মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর