ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা
মাগুরা প্রতিনিধি

মাগুরায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের পারনান্দুয়ালী জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন মাগুরা শাখার উপ-পরিচালক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল, মাওলানা নাজিরুল ইসলাম, মুফতি আমিরুল ইসলাম ও হাফেজ আতিয়ার রহমান প্রমুখ। 

প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, এ বছর জেলা থেকে ২৩৫ জন হজের উদ্দেশ্যে রওনা দিবেন। কর্মশালায় হজযাত্রীদের হজের বিভিন্ন বিষয় নিয়ে অবগত করানো হয়। এছাড়া মক্কা, মদিনা গিয়ে হজের যাবতীয় কার্যক্রম কিভাবে সমাধান করতে হবে সে বিষয়ে তাদের জানানো হয়। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর