ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। গরমে স্বস্তি পেতে বৃষ্টি প্রত্যাশা করে ইসতিসকার নামাজ আদায় করেছেন সদরের গোকুল এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা।

বুধবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজের আয়োজন করেন স্থানীয় মুসল্লিরা। 

এতে  বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজের ইমামতি করেন গোকুল কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা আমিনুর ইসলাম । নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে বৃষ্টি প্রত্যাশায় দোয়া করেন।

এদিকে  গেল কয়েকদিন বগুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রিতে উঠানামা করছে। বুধবার জেলায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর