টাঙ্গাইলের সখীপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ শেষে কান্নায় ভেঙে পড়েন মুসুল্লিরা। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার আমতৈল নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে এলাকার পইটারচালা, আমতৈল, টাকার চালা, ভুটকার চালা ও বেরিচালা গ্রামের প্রায় পাঁচশত মানুষ অংশ নেয়।
গত কয়েক দিনে প্রচণ্ড রোদের তীব্র দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আসলাম উদ্দিন। নামাজ শেষ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহআলম সাজু বলেন, অনাবৃষ্টির কারণে সখীপুরে নষ্ট হচ্ছে আম, লিচু, কাঁঠালসহ বিভিন্ন ধরনের শাকসবজি। এ ছাড়া এই তীব্র গরমে ধান, পাটসহ কৃষির ওপর ব্যাপক প্রভাব পড়ছে।
বুধবার সখীপুরে সর্বোচ্চ ৩৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল