ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভোলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
ভোলা প্রতিনিধি

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এমন অবস্থায় ভোলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করা হয়েছে। টানা তিন দিন এই নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভোলা সদর উপজেলার বাংলা স্কুল মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। পাঁচ শতাধিক মুসুল্লি এই নামাজে অংশগ্রহণ করেছেন। নামাজের ইমামতি করেন কাবিল জামে মসজিদের পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম। 

মুসল্লিরা জানান, কয়েকদিন ধরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কমে যাবে। আল্লাহ তা’আলা সালাতের মাধ্যমে বৃষ্টি বা পানি চাইতে বলেছেন। তাই আমরা সবাই একত্রে নামাজ আদায় করেছি। এটা মহানবী হযরত মোহাম্মদ (স)-এর সুন্নাত। 

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

মুসল্লিরা জানান, আমার আগামীকাল শুক্র এবং শনিবার সকাল ৯টায় এই বাংলা স্কুল মাঠে  ইসতিসকা নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর