ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‌‘এখন আর প্রশাসনিক হয়রানির শিকার হন না স্বর্ণ ব্যবসায়ীরা’
অনলাইন ডেস্ক
আজ বৃহস্পতিবার বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভায় বক্তারা

‘সায়েম সোবহান আনভীর বাজুসের প্রেসিডেন্ট হওয়ার পর আমরা প্রশাসনিক অনেক কথা বলতে পারছি। আগে যেটা আমরা বলতে পারতাম না। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। এখন আমরা আপনাদের স্বর্ণগুলো সেফটিতে রাখতে পারছি।’

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)  চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাজুসের সহ-সভাপতি জয়নাল আবেদীন খোকন বলেন, ‘বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারা দেশের স্বর্ণ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছেন। এখন আর আগের মতো প্রশাসনিক হয়রানির শিকার হতে হয় না আমাদের। তার বলিষ্ঠ নেতৃত্বে বাজুস আগামীতে আরও এগিয়ে যাবে।’

মতবিনিময়কালে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খোকন সদস্যদের বিভিন্ন সমস্যা ধৈর্যসহকারে শোনেন এবং তার সমাধান দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোস্তাকিম। আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলী হোসেন।

বাজুসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী সাংগঠনিক সফর করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এই সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর