ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পাবনার চর বাঙ্গাবাড়ীয়ায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
পাবনা প্রতিনিধি

পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী এলাকায় ভাঙন ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় অন্তত দুই শতাধিক টিউবওয়েল থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। এতে এলাকা জুড়ে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট।

এলাকাবাসী বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

বৃহস্পতিবার সকালে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়ীয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা বালি উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা মানববন্ধনে বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে চর বাঙ্গাবাড়ীয়া এলাকার কয়েক শত পরিবারের কয়েক হাজার বিঘা জমি ও ফলের বাগান নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ঠ হয়ে টিউবওয়েল থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। আমরা বালু উত্তোলন বন্ধের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। প্রশাসন যদি অতিসত্বর বালি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে আমরা নিশ্চিত হবো প্রশাসনের লোকজনের ছত্রছায়ায় এসব অপকর্ম হচ্ছে।

মানববন্ধন শেষে স্থানীয়রা বালু উত্তোলন বন্ধের দাবিতে পাবনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর