ঢাকা, রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

আমতলীতে ডলার ও রিয়াল প্রতারক চক্রের ৫ সদস্য আটক
বরগুনা প্রতিনিধি
গ্রেফতার ব্যক্তিরা

বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া গ্রাম থেকে ডলার ও রিয়াল প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার সন্ধ্যায় আটকের পর সোমবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশিরুল আলমের নেতৃত্বে  গোয়েন্দা পুলিশের সদস্যরা উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করে।

আটক ব্যক্তিরা হলেন-আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের চাওড়া পাতাকাটা গ্রামের মো. শানু ফকির (৫০), মো. তৈয়ব হাওলাদার (৬০), মো. মিজানুর রহমান মিজান (৩০), একই ইউনিয়নের ঘটখালী গ্রামের মো. আল ইমরান ওরফে সুজন সিকদার (৩০) ও কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মো. শাহিন বয়াতী (৩৫)।

রবিবার রাতে আটকদের বিরুদ্ধে আমতলী থানায় প্রতারণার অভিযোগ এনে মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলম বলেন, ওই চক্রটি দীর্ঘদিন ধরে আমতলী বরগুনাসহ বিভিন্ন এলাকায় ডলার ও সৌদি রিয়াল বিক্রির কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। রবিবার সন্ধ্যায় এই চক্রের পাঁচ সদস্যকে আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একাধিক প্রতারণার কথা স্বীকার করেছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর