ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় কেন্দ্র কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার সীমান্তবর্তী দুইটি উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। মঙ্গলবার জেলার দুই উপজেলার ১২৪টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।   

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ৬১টি ও কলমাকান্দায় ৬৪টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেন্দ্রগুলো প্রস্তুতের পাশাপাশি শুধু ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচন সরঞ্জাম পাঠানো হচ্ছে।

নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। এছাড়াও কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবে বিজিবি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

প্রথম ধাপের উপজেলা পরিষদের নির্বাচনে দুর্গাপুরে এক লাখ ৯৯ হাজার ৪৭০ জন ও কলমাকান্দায় ২ লাখ ২৫ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর