ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাজেকে সন্ত্রাসীর গুলিতে আহত সেই শিশুর মৃত্যু
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রতীকী ছবি

টানা তিন মাস মৃত্যুর সাথে যুদ্ধ করে হেরে গেল রাঙামাটির সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে আহত সাত বছরের শিশু রোমিও ত্রিপুরা। সোমবার দিবাগত রাত ১২টায় চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানায় রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডছড়া এলাকায় আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এসময় বাড়ির উঠানে খেলা করছিল সাত বছরের শিশু রোমিও ত্রিপুরা। সন্ত্রাসীদের একটি গুলি তার তলপেটে এসে লাগে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শিশু রোমিও।

খবর পেয়ে রোমিওর বাবা-মা শিশুকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অস্ত্রোপচার করে শিশুটির পেট থেকে বের করা হয় গুলি। পরে টানা তিন মাস চলে তার চিকিৎসা।

মৃত রোমিও ত্রিপুরার বাবা ফবেন ত্রিপুরা অভিযোগ করে বলেন, সোমবার রাত ১১টায় রোমিওকে পিআইসিইউতে রেফার করে চিকিৎসকরা। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পিআইসিইউতে কোনো সিট খালি না থাকার কারণে তাকে ডেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরের অবস্থার অবনতি হয়। পরে লাইফ সাপোর্টের জন্য চিকিৎসকের পরামর্শে এশিয়ান হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রোমিও।

রাঙামাটির সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিত আহত রোমিও ত্রিপুরার চিকিৎসা খরচ বহন করে রাঙামাটি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনা রিজিয়ন। এ ছাড়া সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম মেডিকেলের ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর