ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উপজেলা পরিষদ নির্বাচন
নাসিরনগরে প্রথম নারী চেয়ারম্যান রোমা, সরাইলে জয়ী শের আলম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোমা আক্তার (বামে) ও মো. শের আলম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

বুধবার রাতে স্ব স্ব উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী সরাইল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরকে (ঘোড়া) পরাজিত করে জয়ী হয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শের আলম। তিনি (মোটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ৩৯ হাজার ৩০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।

এদিকে নাসিরনগর উপজেলায় প্রথমবারের মত নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৯০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সদ্য (বিএনপি থেকে বহিষ্কৃত) ওমরাও খান (আনারস) পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর