ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আখাউড়ায় রেলওয়ের মালামাল চুরির ঘটনায় ৩ কর্মচারী সাময়িক বরখাস্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের মালামাল চুরির ঘটনায় তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

গত শুক্রবার রেলওয়ের বিভাগীয় যন্ত্র প্রকৌশলী তাদেরকে বরখাস্তের এ আদেশ দেন। অভিযুক্তরা হলো সেড খালাসী মানিক দাস, জীবন দাস ও জসিম উদ্দিন। এর আগে গত সোমবার (৭ মে) একটি ভ্যান গাড়িতে করে অনুমতি ছাড়া ৬০/৭০ কেজি রেলওয়ের সম্পদ (লোহা-যন্ত্রাংশ) নিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরে আরএনবি চৌকিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাদেরকে ছেড়ে দেয়া হয়। তবে মালামালগুলো আরএনবি অফিসে রেখে দেয়। 

লোকো ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ অভিযুক্ত তিন সেড খালাসীকে সাময়িক বরখাস্ত করেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। 

উল্লেখ্য, আখাউড়ায় রেলওয়ের যন্ত্রাংশ চুরি যেন থামছেই না। রেলওয়ের একটি চক্র এর আগেও যন্ত্রাংশ চুরি করে বিক্রি করতে গিয়ে ধরা পড়ে। কিন্তু শেষ পর্যন্ত তারা ছাড় পেয়ে যায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 



এই পাতার আরো খবর