ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

মাদারীপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর শহরের পুরান বাজারে সিগারেট ক্রয় বিক্রয় রসিদ এবং সারের দোকানে সিগারেট বিক্রির অভিযোগ দুই ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযান পরিচালনা করলে করেন মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, শহরের পুরান বাজারে পাইকারি ব্যবসায়ী মনির স্টোর সিগারেটের কৃত্রিম মজুদ করে এবং সিগারেট বিক্রির ক্রয়-বিক্রয় রসিদ দেখাতে না পারার কারণে মনির স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শওকত স্টোরে কীটনাশক এবং সারের ডিলার হলেও সেখানে সিগারেট বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ব্যবসায়ীকে সতর্কও করা হয়। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। বাজারে কেউ কৃত্রিম সংকটের চেষ্টা করলে ভোক্তা অধিকার তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর