ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নালিতাবাড়ীতে নির্বাচনি পথসভা থেকে বিরিয়ানি জব্দ
শেরপুর প্রতিনিধি
জব্দকৃত বিরিয়ানি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পথসভা থেকে বিরিয়ানি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে অনুষ্ঠিত সভায় অভিযান চালিয়ে তিন ডেক বিরিয়ানি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট সবাই সটকে পড়েন। এমনকি চেয়ারম্যান প্রার্থীও সেখানে ছিলেন না। তবে পথসভাটি ঘোড়া মার্কার প্রার্থীর বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেনের সমর্থনে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় আসা সমর্থকদের খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করা হয়-এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত সভায় অভিযান চালিয়ে তিন ডেক বিরিয়ানি জব্দ করে।

এ বিষয়ে প্রার্থী হাজী মোশারফ জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোক্তাদিরুল আহমেদ বলেন, নির্বাচনি প্রচারণায় জমায়েত করে খাবার বিতরণ করা আচরণবিধি লঙ্ঘন। কেউ দোষ স্বীকার না করায় কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর