ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চরাঞ্চলে শিক্ষার্থীদের ‘ভোগান্তি কমাতে’ ১ টাকায় ১০টি পাখা
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে নদনদীর দুর্গম চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র এক টাকার বিনিময়ে ১০ টি পরিবেশ বান্ধব পাখা উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল)। 

তীব্র গরমে স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনায় গরম থেকে কিছুটা রেহাই পেতে ও পাঠদানের সুবিধার্থে এমন উদ্যোগ নেয় সংগঠনটি।

রবিবার দুপুরে সদর উপজেলার আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব পাখা তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু ও ফুলের নির্বাহী পরিচালক আব্দুল কাদের।

আরাজী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার বানু বলেন, এ অঞ্চলে পল্লী বিদ্যুৎ সব সময় থাকে না। ফলে প্রচণ্ড গরমে স্কুলের বাচ্চাদের কষ্ট হত। হাতে যা পাইতো তা দিয়ে গরম নিবারণে বাতাস নিত। ফুল চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে এক টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে। আমি স্কুলের শিক্ষার্থীদের জন্য ২ টাকায় ২০ টি হাতপাখা কিনলাম। এখন বাচ্চাদের তেমন ভোগান্তি থাকবে না।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর