ঢাকা, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ভোটের সকালের চিত্র
চুয়াডাঙ্গা প্রতিনিধি
সকালে ভোটার উপস্থিতি কম

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশের ১৫৬ উপজেলার সাথে একযোগে মঙ্গলবার সকাল ৮টায় এ দুটি উপজেলার ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল ৮টায় সদর উপজেলার রাহেলা খাতুন গার্লস একাডেমী কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোটার উপস্থিতি একেবারেই কম। দু’একজন করে ভোটার এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ভোটাররা বলছেন, ভোটার উপস্থিতি কম থাকলেও কেন্দ্রের ভেতর ও বাইরের পরিবেশ স্বাভাবিক আছে।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৩৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৪০৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ৯৯টি এবং ভোটকক্ষ ৭৪০টি।

অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ২০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬০৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৯৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। এ উপজেলায় মোট ভোটকেন্দ্র ১১৮টি এবং ভোটকক্ষ ৮০৮টি।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর