ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফুলপুরে মহাসড়কে জমে আছে পানি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ড্রেন থাকলেও মহাসড়কে পানি জমে আছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ফুলপুর পৌরসভার ভাষা সৈনিক এম শামসুল হক চত্বর সংলগ্ন সৈয়দ মার্কেট ও মহসিন মার্কেটের সামনে প্রখর রোদের সময়ও পানি জমে আছে।

খোঁজ নিয়ে জানা যায়, এখানে প্রায়ই পানি জমে থাকে। পানি ড্রেনে গড়িয়ে পড়তে পারে না। ফলে দীর্ঘদিন জমে থেকে পানি পচে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হচ্ছে। মশা-মাছি জন্ম নিচ্ছে। দ্রুত গতির গাড়ি পথচারীদের গায়ে ছিটকে দিচ্ছে পচা পানি। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা।

একই অবস্থা শেরপুর রোডে মেসার্স ফেরদৌস আমান মটরস্ ও রাজিন প্লাজার সামনে। তবে ওই রোডে কোনো ড্রেন নেই। ভুক্তভোগীরা ওই রোডে একটি ড্রেন নির্মাণসহ বিষয়টি দেখার জন্য পৌর মেয়র মি. শশধর সেনের কাছে দাবি জানিয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর