ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাউখালীতে সাঈদ ও নেছারাবাদে আব্দুল হক নির্বাচিত
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে জেলার ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কাউখালী উপজেলায় মো: আবু সাঈদ মিঞা ও নেছারাবাদ উপজেলায় আব্দুল হক উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ শফিকুল হক এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে কাউখালী উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী  মো: আবু সাঈদ মিঞা ঘোড়া প্রতীক নিয়ে ১১ হাজার ২৮৪ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো: মনিরুজ্জামান তালুকদার পল্টন কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬ হাজার ২৯৪। এছাড়া কাউখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো: মৃদুল আহমেদ সুমন। মৃদুল আহমেদ সুমন চশমা প্রতীক নিয়ে ১০ হাজার ১০৭  ভোট পান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফাতেমা ইয়াসমিন পপি হাঁস প্রতীক নিয়ে ১৪ হাজার ৫৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন।  

অপরদিকে নির্বাচনে নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতা আব্দুল হক আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৬ হাজার ৪১২ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এস এম মুইদুল ইসলাম মোটরসাইলকে প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৫ হাজার ৬৩২। এছাড়া নেছারাবাদ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীক নিয়ে  মো: শফিকুর রহমান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তুলি মন্ডল ফুটবল প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।  

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর