ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় এক ব্যক্তির যাবজ্জীবন
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় গৌতম মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লক্ষ টাকা এসিড নিক্ষেপের শিকার গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন আদালত।  বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গৌতম মন্ডল ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাসানু মন্ডলের ছেলে। 

আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন সময় উক্ত গৃহবধূকে উত্যক্ত করতো গৌতম মন্ডল। পরে সে গৃহবধূকে প্রেমের প্রস্তাব দেয়। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়। এসময় ওই গৃহবধূ স্বামীর বাড়ি মধুখালী উপজেলার জগন্নাথদীতে রান্না করছিলেন। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে, ওই গৃহবধূ এখনও শরীরের বিভিন্ন স্থানে এসিডের স্মৃতিচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ ঘটনায় মধুখালী থানায় পরবর্তীতে একটি মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার।

বিডি প্রতিদিন/এএ

 



এই পাতার আরো খবর